উত্তরায় মসজিদের ভেতর মুসল্লিদের ওপর হঠাৎ করেই হা''মলা

রাজধানীর উত্তরায় মসজিদের ভেতর তাবলীগ-জামাতে আসা মুসল্লিদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ রাজলক্ষ্মী তাকওয়া মসজিদে এই ঘটনা ঘটে। এতে সোলেমান নামে এক মুসল্লি মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 


সংশ্লিষ্টরা জানান, আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াতি কাজে মসজিদটিতে অবস্থান নেয় মাওলানা সাদ অনুসারীদের ২৫ জনের একটি জামাত। রাতে এশার নামাজের পর মসজিদের তিনতলায় জামাতটি মাশোয়ারায় অংশ নিলে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এ সময় মসজিদের ভেতর থেকে তাদের ব্যবহৃত জিনিসপত্র রাস্তায় ছুড়ে ফেলে দিতে দেখা যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক সাদপন্থি এক মুসল্লির অভিযোগ— হঠাৎ ৩০-৪০ জনের একটি বাহিনী এসে আমাদের পিটিয়েছে। হামলার ইন্ধনদাতা হিসেবে মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহ আযহারী বলে দাবি করেছেন মারধরের শিকার ভুক্তভোগীরা।


অভিযোগের বিষয়ে মুফতি কেফায়েত উল্লাহ আযহারী যুগান্তরকে জানান, আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলের স্টেজে আছি। যারা আমাকে ইন্ধনদাতা বলছে এটা ডাহা মিথ্যা কথা।


এ বিষয়ে ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ওই মসজিদটি জোবায়ের গ্রুপের ম্যানেজমেন্টে চলে। ওখানে সাদ গ্রুপের তাবলিগ-জামাতের লোকজন আসছে। জোবায়েরপন্থি যারা আছে, তারা ওদেরকে (সাদপন্থি) থাকতে দেবে না।


ডিসি বলেন, সাদ অনুসারীরা মসজিদে প্রবেশ করায় জিনিসপত্রসহ তাদের বের করে দেওয়া হয়েছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি।


LihatTutupKomentar