কীভাবে দ্রুত ও সুন্দর হাতের লেখা শেখা যায়



সুন্দর হাতের লেখার প্রশংসা সবাই করে । লেখা সুন্দর হলে পরীক্ষক ধরে নেন এটি ভাল ছাত্রের খাতা ।শিক্ষা ক্ষেত্রের সকল স্তরেই হাতের লেখার উপর গুরত্ব আরোপ করা হয় ।

লেখা একটি শক্তিশালী হাতিয়ার । হাতের লেখা সুন্দর করার চেস্টা সবাই করে । কিন্তু সবাই কি পারে ? কিভাবে লেখা সুন্দর ও দ্রুত করা যায়, আসুন জেনে নিই ।

লেখা সুন্দর করার উপায়

১. বেশি লেখার অভ্যেস গড়ে তোলা উচিৎ । লিখতে লিখতে এক সময় অসুন্দর লেখাও সুন্দর হয়ে উঠে ।

২. লেখার সময় নিরিবিলি পরিবেশ থাকতে হবে । মনোযোগ থাকলে লেখা সুন্দর করার চেস্টা করা যায় ।

৩. সুন্দর লেখাকে অনুকরন করা উচিৎ ।

৪. বাক্য ও বানান নির্ভুল হওয়া উচিৎ তাতে লেখায় কাটা ছেড়া হওয়ার সম্ভবনা কমে যায় ।

৫. অনেকের লিখতে গেলে লাইন বাকা হয়ে যায় । এধরনের লেখা কখনো সুন্দর দেখায় না । তাই লেখা সোজা করে লিখতে হবে ।

৬. হাতের লেখা সুন্দর করতে হলে ছোট বেলাই হচ্ছে আদর্শ সময় । তাই শিশু কাল হতে লেখার চর্চা করানো উচিৎ ।

৭. লেখা শুরু করলে প্রথমে লেখা সুন্দর থাকে পরে ধীরে ধীরে লেখা খারাপ হতে থাকে ।তাই লেখার মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে ।

৮. হাতের লেখা সুন্দর করতে হলে ছোট বেলা হতেই শিশুদের চিত্র আকা শিখাতে হবে ।

৯. কিছুদিন পর পর পূর্বের হাতের লেখার সাথে মিলিয়ে তুলনা করে নিতে হবে ।

কীভাবে দ্রুত লেখা যায়

১. দ্রুত লেখার জন্য মুখস্ত শক্তি ভাল হওয়া প্রয়োজন ।মনে রাখার উপর দ্রুত লেখা অনেকাংশে নির্ভর করে ।

২. লেখার সময় টেবিল অবশ্যই পরিচ্ছন্ন ও গোছানো থাকতে হবে ।অগোছালো টেবিলে গুছিয়ে লেখা সম্ভব হয় না ।

৩. লেখার টেবিলে পরিমানমত আলো থাকতে হবে ।

৪. বসার চেয়ারটি আরাম দায়ক হতে হবে । চেয়ারের উচ্চতা টেবিলের সাথে সামাঞ্জস্যপূর্ন হতে হবে , যেনো লিখতে অসুবিধা না হয় ।

৫. লেখার সময় ওভার রাইটিং করা উচিৎ নয় । এতে লেখার সৌন্দর্য ব্যাহত হয় ।

৬. দ্রুত লেখার জন্য ভার কাগজ ও কলম ব্যবহার করা উচিৎ ।

৭. সময় মেপে দ্রুত লেখার চেস্টা করা উচিৎ ।

৮. লেখার সময় একাগ্রতা একটি গুরুত্ব পূর্ন বিষয় । কোন বিষয় গভীর মনোযোগ দিয়ে লিখলে লেখার গতি বেড়ে যায় ।

LihatTutupKomentar