এবার নির্বাচনে বিএনপির এক হেভিওয়েট নেতা, আলোচনা তুঙ্গে
দ্বাদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু। তিনি নিজেই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি বর্তমানে বিএনপির কোনো পদে নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।
সবার দোয়াপ্রার্থী।’
আজ বুধবার ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন দুলু।
ময়মনসিংহ-৪ আসনে এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মোহিত উর রহমান।
তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দেলোয়ার হোসেন খান দুল ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। এ ছাড়া তিনি ২০০১ সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে সদর আসনে বিজয়ী হয়েছিলেন।
তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সাবেক সদস্য।
তবে দীর্ঘদিন ধরে বিএনপির দলীয় কোন্দলে তিনি রাজনৈতিকভাবে অনেকটা আড়ালে ছিলেন।
এ ব্যাপারে কথা বলতে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীকে ফোন দেওয়া হলে কাউকে পাওয়া যায়নি।